কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে বুড়িচংয় উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মাটিবাহী ওই ড্রাম ট্রাকটি সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ অটোরিকশার পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরেক যাত্রী। অটোরিকশা ও ট্রাক ছিল কুমিল্লা সেনানিবাসমুখী।
নিহত ব্যক্তিরা হলেন- বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের বাসিন্দা অটোরিকশার চালক মো. জুলহাস মিয়া (৬০), একই গ্রামের জহিরুল ইসলাম (৩৫), ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামের মো. জালাল মিয়া (৪০), একই এলাকার আলমগীর হোসেন (২৭) এবং পাশের দেবীদ্বার উপজেলার ছাগুরা গ্রামের সাইফুল ইসলাম (৩৫)। নিহতরা সকলেই কর্মজীবী এবং নিম্নআয়ের মানুষ।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ট্রাকটিকে আটক করলেও এর চালক ঘটনার পরপরই পালিয়ে যা