ট্রলিভ্যানের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে চাঁদপুরের মতলব উত্তরে। রবিবার বেলা ১১টায় উপজেলার গজরা বাজারের পাশের চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাফি (১০) স্থানীয় উঠারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবা রফিকুল ইসলাম সরকার মধ্যপ্রাচ্যপ্রবাসী।
জানা গেছে, বাড়ি থেকে বেরিয়ে বিদ্যালয়ে যাবার জন্য চৌরাস্তা এলাকায় পৌঁছে রাফি। এ সময় দ্রুতগামী একটি ট্রলিভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন গুরুতর আহত রাফিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ওসি শাহজাহান কামাল জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রলিভ্যান ও তার চালককে আটকের চেষ্টা চলছে।