এক তরুণীর লাশের সন্ধান পেয়েছে পুলিশ চট্টগ্রামের রাউজন উপজেলায় রাস্তার পাশে। উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের সিকদারঘাটা এলাকার পশ্চিমে রাউজান নোয়াপাড়া সেকশান-২ সড়কের উত্তর পাশে ঝোপের মধ্যে তরুণীর মৃতদেহ পড়েছিল।
ঘটনাস্থলে পৌঁছিয়েছে পুলিশ খবর পেয়ে শনিবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে। পুলিশ এখনো ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে তার আনুমানিক বয়স ২২ থেকে ২৩ বছর বলে জানিয়েছেন। প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ধারণা, ওই তরুণীকে রাতের কোনো এক সময় হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
অজ্ঞাত ওই তরুণীর পরনে একটি সাদা কামিজ ও ছাই রংয়ের ছেলোয়ার আছে পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সালাউদ্দিন বলেন। রাস্তার ধারে পড়েছিল একটি স্যান্ডেল। আমরা এখনো সুরতহাল করিনি এ রিপোর্ট লেখা পর্যন্ত। তার গলায় একটি ওড়না পেঁছানো রয়েছে এবং গলায় রক্তের দাগ দেখা গেছে।
ঘটনাস্থলে আসা পার্শ্ববর্তী ১১নম্বর পশ্চিম গুজরা ইউপির চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন, ‘সংবাদ শুনে আমি ওসি আবদুল্লাহ আল হারুন ও অন্যান্যদের খবর দেই। এখনো পর্যন্ত তরুণীর পরিচয় জানা সম্ভব হয়নি।’