বান্দরবান সদর রেইছা ইউনিয়ন সাংগাই পাড়ায়, পাহাড় ধ্বসে ঝিরির পানিতে ভেসে একই পরিবারে তিন জন নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যায় সাড়ে ৬টার সময়। মায়ের নাম, কৃস্নটি এিপুরা, (৪২), মেয়ে বাজেরুং এিপুরা(১২), ছেলে, প্রদিপ (৮), লাশ উদ্ধার করেছে, আজ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৬ টার সময় মেয়ে বাজেরুং এিপুরা ( ১২) লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরবর্তীতে ১০টার সময় ছেলে প্রদীপ ত্রিপুরা(৮) লাশ উদ্ধার করা হয়। মা কৃস্নটি ত্রিপুরা এখনো নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দমকল বাহিনী ও স্থানীয়রা নিখোঁজ এক জনকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।