সকাল থেকেই নগরীর বেশ কয়েকটি পেট্রোল পাম্পে অভিযান চালায় ভোক্তা অধিকার।তবে অভিযানে কোন অসংগতি না পাওয়ায় সন্তোষ জানায় ভোক্তা অধিকার।পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন তেলের মূল্য বৃদ্ধির কারণে তেল সরবরাহের কোন ঘাটতি না হলেও তেলের দাম বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে বিক্রী কিছুটা কমে গেছে। সকাল থেকে নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে সরবরাহ ঠিক আছে কিনা ও ওজনের কোন কারচুপি হচ্ছে কিনা তা দেখতে অভিযানে নামে ভোক্তা অধিকার অধিদপ্তর।
নগরীর আমিনউল্লাহ ফিলিং স্টেশনে ৬ মাস আগে ওজনে কারচুপির কারণে ২ লক্ষ টাকা জরিমানা করলেও আজকে অভিযানে আমিনউল্লাহ ফিলিং স্টেশনসহ আরো তিনটি পেট্রোল পাম্পে কোন অসংগতি পায়নি ভোক্তা অধিকার। জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির পর পাম্পগুলোতে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানান পাম্প কর্তৃপক্ষ। তবে দাম বেড়ে যাওয়ায় তেল বিক্রী কিছুটা কমেছে বলে জানান। তবে তেল কিনতে আসা ক্রেতারা বলছেন তেলের দাম বেড়ে যাওয়ায় তারা দূর্ভোগে পরেছেন তবে তেল কিনতে কোন ঘাটতি নেই বলে জানান।চট্টগ্রাম নগরীতে জ্বালানী তেল বিক্রীর জন্য রয়েছে প্রায় ৮০টি ফিলিং স্টেশন।