‘আই’ গ্রুপের ম্যাচে সোমবার দিবাগত রাতে প্রতিপক্ষের মাঠে ১০-০ গোলে জিতেছে ইংলিশরা। কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে স্যান ম্যারিনোকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল ইংল্যান্ড। বিশাল এই জয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল গ্যারেথ সাউথগেটের দল।
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন একাই চারটি গোল করেছেন। একটি করে গোল করেছেন হ্যারি ম্যাগুইরি, এমিল স্মিথ রউই, টাইরন মিংগস, টমি আব্রাহাম ও বুকায়ো সাকা। বাকি গোলটি আত্মঘাতী।
ম্যাচের ষষ্ঠ মিনিটে গোলের সূচনা করেছিলেন ম্যানইউ দলপতি হ্যারি ম্যাগুইরি। ২৭, ৩২, ৩৯ ও ৪২তম মিনিটে গোলে করেন হ্যারি কেন। ম্যাচে ৬২ মিনিট খেলার পর হ্যারি মাঠ থেকে উঠে যান। তার জায়গায় বদলি হিসেবে খেলেন রিস জেমস।
এই জয়ের ফলে ১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে ইংল্যান্ড। অন্য ম্যাচে হাঙ্গেরির কাছে ২-১ গোলে হারলেও ৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে প্লে-অফ খেলবে পোল্যান্ড।