বিজ্ঞানভিত্তিক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) আয়োজনে ‘জিআরই বিজয় : উচ্চশিক্ষার জন্য একটি নির্দেশিকা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টায় অনলাইন প্লাটফর্ম জুমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ওয়েবিনারটি সম্পন্ন হয়।
ওয়েবিনারে প্রধান আলোচক ছিলেন কলোরাডো ডেনভার বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিসট্যান্ট রাহিমা খাতুন-ই-জান্নাত। ওয়েবিনারে তিনি জিআরই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের জিআরই বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দিবস দেব, সহ-সভাপতি তাহমিদা শামসুদ্দিন ও সাধারণ সম্পাদক নওশিন বিনতে জামাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিইউএসএস এর যোগাযোগ সম্পাদক হোসাইন মোহাম্মদ বায়েজিদ।
দিবস দেব বলেন, ‘দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ বা হায়ার স্টাডিজ ইন এবরোড বিষয়টি ইদানিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এক্ষেত্রে জিআরই টেস্ট স্কোর একটি গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট হিসেবে থাকে। সিইউএসএস তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে এমন গুরুত্বপূর্ণ বিষয়ে ওয়েবিনারের আয়োজন করেছে যাতে করে আমাদের মত স্বপ্নবাজ তরুণ-তরুণীদের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে কিছুটা হলেও সহায়তা করে।’