জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি শহীদ রফিক-জব্বার হল সংলগ্ন নির্মাণাধীন ২২ নম্বর হল থেকে অলিউল্লাহ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ৮ জুলাই সকালে হলের সামনে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায় নির্মাণ সংশ্লিষ্টরা।
আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক এসআই কাজী নাসের বলেন, বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। নিহত অলিউল্লাহ নির্মাণ সংশ্লিষ্ট কেউ না। ভবন থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত অলিউল্লাহ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বরবাজার এলাকার তাইজুদ্দিন তাজুর ছেলে। পরিবারের সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অলিউল্লাহ একটি হোটেলে কাজ করতেন বলে জানা গেছে।
২২ নম্বর হলের নির্মাণকাজে নিয়োজিত রয়েছে নূরানী কনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজার খোরশেদ আলম খোকন বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে, রাত ৩টা আট মিনিটে অলিউল্লাহসহ তিন যুবক সীমানা প্রাচীর পার হয়ে নির্মাণাধীন হলের ভেতরে প্রবেশ করেছিল। পরে সাড়ে তিনটার দিকের ফুটেজে অলিউল্লাহকে নিচে পড়ে থাকতে দেখা যায়। চুরির উদ্দেশ্যে তারা নির্মাণাধীন হলে এসেছিল বলে ধারণা করছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ও চলমান উন্নয়ন প্রকল্পের পরিচালক নাসির উদ্দিন বলেন, ‘চুরির উদ্দেশ্যে তিনজন নির্মাণাধীন হলে প্রবেশ করেছিল। তাদের একজনের মরদেহ সকালে পাওয়া গেছে। পুলিশ বিষয়টির তদন্ত করছে।