সোমবার সকালে মহানগরীর দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর হয়। আওয়ামীলীগ নেতারা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ১৫ আগস্টের হত্যাকাণ্ডে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।