জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে
বর্বরচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে জলসা মার্কেট ৫ম তলা অস্থায়ী কার্যালয়ে। উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আহাত( শ্রম বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ)
আব্দুস সালাম মাসুম( কাউন্সিলর ৩১ নং ওয়ার্ড আলকরন সাবেক ছাত্রনেতা)
গাজী জসিম উদ্দীন ( সাধারন সম্পাদক,অগ্রনী ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় সিবিএ মহানগর শ্রমিক নেতা)
মোহাম্মদ তোফাজ্জল হোসেন জিকু ( সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় পাদুকা শিল্প শ্রমিক ইউনিয়ন,সাধারন সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ কোতোয়ালী থানা।
প্রবীন কুমার ঘোষ( সভাপতি কোতোয়ালী থানা শ্রমিক লীগ)
আমিনুল ইসলাম লিটন(যুবলীগ নেতা ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড)
মোঃ সাগর( যুব শ্রমিক লীগ, মহানগর চট্টগ্রাম)
মোঃজসীম উদ্দীন ( সাংগঠনিক সম্পাদক, কোতোয়ালী থানা শ্রমিক লীগ)
মোঃ শহীদুল ইসলাম,(সম্পাদক,কোতোয়ালী থানা শ্রমিক লীগ)
মোঃ শাহ আলম,( অর্থ সম্পাদক, চট্টগ্রাম ফুটপাত হকার সমিতি কেন্দ্রীয় কমিটি)
মোঃ রফিকুল ইসলাম,( সিনিয়র সহ-সভাপতি আকবর শাহ থানা শ্রমিক লীগ)
এস এম ফারুক,( কার্যকারী সদস্য, কোতোয়ালী থানা শ্রমিক লীগ)
বরকত আলী,( আলকরন ৩১নং ওয়ার্ড শ্রমিক নেতা)
মোঃ শহীদুল ইসলাম খোকন,(আলকরন ৩১নং ওয়ার্ড শ্রমিক নেতা)
আলোচনায় বক্তারা বলেন শোক কে শক্তিতে রুপান্তিত করে দেশ ও দশের কল্যানে এগিয়ে যেতে হবে।
আলোচনা শেষে ১৫ই আগস্ট নিহত ও ২১ আগস্ট নিহত সকলের বিদায়ী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply