চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদের সামনের ওয়াসা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ- মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে চলমান সংসদ অধিবেশনে ভারতীয় বিজেপি নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম কে কটূক্তির প্রতিবাদে নিন্দা প্রস্তাব আনতে হবে এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার কে ডেকে এর প্রতিবাদ জানাতে হবে। না হয় আন্দোলন আরও ভয়াবহ রূপ ধারণ করবে। জমিয়তুল ফালাহ মসজিদের সামনে ওয়াসা চত্বর থেকে লালখান বাজার হয়ে জিইসির মোড় গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিছিল সমাপ্ত করা হয়।
Leave a Reply