গত ১৬/৭/২০২১ তারিখ ভোর অনুমান ০৪:৩০ ঘটিকার সময় ঈদগাঁও থানা পুলিশের একটি টিম ঈদগাঁও বাজার বাস ষ্টেশনে টহল ডিউটি করাকালে একটি গরু বহনকারী পিকআপ সন্দেহবশত: থামায়। পিকআপে থাকা লোকজনের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাদেরকে আটক করে এবং পরবর্তীতে জানা যায় রামু থানার চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা গ্রামের একটি বাড়ি হতে গরুটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। পবিত্র ঈদুল আযহায় কুরবানীর উদ্দেশ্যে ঘটনার আগের দিন গরুটি কেনা হয়েছিল। চোরেরা গৃহকর্তার বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে ঈদগাঁও থানার একটি টহল পুলিশ টিমের কাছে তারা আটক হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সঙ্ঘবদ্ধ গরু চোর দলের সক্রিয় সদস্য। এ ব্যাপারে গত ১৬.০৭.২০২১ ইং তারিখ ঈদগাঁও থানায় গ্রেপ্তারকৃত ০৩ জন ও পলাতক ০৩জন মোট ০৬ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। বিজ্ঞ আদালতের মাধ্যমে আটককৃত তিনজনকে জেলহাজতে পাঠানো হয়। পাশাপাশি গরুর প্রকৃত মালিকের নিকট কোরবানির ঈদের আগেই গরু ফেরত প্রদানের জন্য বিজ্ঞ আদালতের কাছে আবেদন করা হয়। অদ্য ১৯/০৭/২১ তারিখ বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে প্রকৃত মালিকদের নিকট উক্ত গরুটি হস্তান্তর করা হলো। উল্লেখ্য ০৭ ব্যক্তি একত্রে কুরবানী প্রদানের জন্য উক্ত গরুটি ক্রয় করেছিলেন। কক্সবাজার জেলা পুলিশ বিপদে আপনার পাশে সব সময়।