চট্টগ্রামের এক চিকিৎসকের নামে ফেইজবুক পেইজ খুলে প্রতারণার অভিযোগে ঝিনাইদহ থেকে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ। তার বাড়ি ঝিনাইদহের ১৯নং নলডাঙ্গা ইউনিয়নের ঝিনাইদহ সদরে। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম মিরাজ উদ্দিন মিরাজ। দুপুরে নগর পুলিশ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপ পুলিশ কমিশনার আবদুল ওয়ারিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ওই যুবক চট্টগ্রাম ম্যাক্স হাসপতালে কর্মরত স্ত্রী ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা: নুসরত সুলতানার নাম ও ছবি ব্যবহার করে একটি পেইজবুব পেইজ খুলে। এতে ওই যুবক বাংলাদেশ ফিডম ফাউন্ডেশন (বিএফএফ) নামে একটি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে একটি স্কিন লেজার সেন্টার স্থাপনের জন্য বিকাশের মাধ্যমে বিভিন্ন জনের কাজ থেকে মানবকি সাহায্যের কথা বলে প্রতারণার মাধ্যমে বিকাশে টাকা নেয়। এঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।