চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধ করতে বিভিন্ন এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সচেতনতার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। দুপুরে রেলওয়ে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এসময় তিনি আরো জানান, রেলওয়ে পুলিশ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে চট্টগ্রামের ভাটিয়ারী, ফাজিলপুর এবং লাকসামে পাথর নিক্ষেপ রোধে সচেতনতা বৃদ্ধির জন্য বিট পুলিশিং সভা করেছে। পাথর নিক্ষেপ রোধে সচেতনতামুলক প্রোগ্রামে স্থানীয় জনপ্রতিনিধি, আরএনবি, রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সম্পৃক্ত করা হচ্ছে। সংবাদ সম্মেলনে রেলওয়ে পুলিশ চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।