হৃদরোগে আক্রান্ত হয়ে মো. হান্নান (৪১) নামে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সোমবার (২১ জুন) ভোর রাত ৪টার দিকে হাসপাতালের ১২ নম্বর হৃদরোগ ওয়ার্ডে তিনি মারা যান।মো. হান্নান আনোয়ারার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা এলাকার বাসিন্দা ছদর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।তিনি বলেন, ‘চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাজতি মো. হান্নান গত ১৯ জুন কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর আজ ভোর রাতে তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।