এস এ বিপ্লব,চট্টগ্রাম প্রতিনিধিঃ
চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অজয় দত্তের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ওপর। এসময় ওই প্রার্থীর পরিবারের চার নারী সদস্যসহ ১৯ জন আহত হয়েছেন।
আজ ১২ ফেব্রুয়ারি, সকাল ১১ টার দিকে জোয়ারা হিন্দু পাড়া রোডে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শতাধিক কর্মী সমর্থক নিয়ে শান্তিপূর্ণ প্রচারণা চালানোর সময় অপর প্রার্থী সুজন দাশের সমর্থকরা হামলা চালায়। এতে কাউন্সিলর প্রার্থী অজয় দত্তের পরিবারের সদস্য তমা দাশ, লক্ষী দত্ত, সুপর্না দত্ত, প্রমা দাশসহ ১৯ জন আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল হোসেন বলেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালানোর সময় দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতরা অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তবে কারা হামলা করেছে তা জানাতে পারেননি তিনি।
Leave a Reply