চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী, আকাশ তারা সংগঠন (এটিএস) এর চেয়ারম্যান মীর মোহাম্মদ রমজান আলী প্রেম একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন ।
মঙ্গলবার (১১ এপ্রিল ) দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান,মীর মোহাম্মদ রমজান আলী প্রেমকে একতারা প্রতীক বরাদ্দ দেন ।
এ সময় উপস্থিত ছিলেন,মোহাম্মদ এখলাছ মিয়া, মোহাম্মদ ইয়াছিন সওদাগর, মোহাম্মদ শাহাব উদ্দিন, মোহাম্মদ হোসেন, আকাশ তারা সংগঠন এটিএস এর মহাসচিব নুরেআলম সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান, জাহেদ নবী, যুগ্ন মহাসচিব মোহাম্মদ নুরনবী, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ জাফর, মোহাম্মদ জামাল, মোহাম্মদ ইমন, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ কামাল, মোহাম্মদ নিজাম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রাখিব, সাগর, নাজিম, স্বপন দাশ, আলমগীর, মিঠু দাশ, রিটন চৌধুরী, নাছির উদ্দীন, কাওয়াল আক্তার আমিরী, বাউল কাঙ্গাল মনির, রুবেল কাওয়াল ও এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ ।