এস এ বিপ্লব,চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সিটি কলেজের প্রানী বিদ্যা বিভাগের ছাত্র ছাত্রীর প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় । চট্টগ্রাম সিটি কলেজের প্রানী বিদ্যা বিভাগের সুযোগ্য বিভাগীয় প্রধান ড. আরশদ উল আলম স্যারের ষড়যন্ত্র মূলক বদলির প্রতিবাদ কর্মসূচি ও শিক্ষেকর অনাকাঙ্খিত বদলির আদেশ প্রত্যাহার করে সু-পদে বহালের দাবী জানিয়েছে সিটি কলেজের প্রানী বিদ্যার ছাত্রছাত্রীরা
তারা বলেন,আমরা সরকারি প্রানী বিদ্যা বিভাগের শিক্ষার্থীবিন্দু, আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে আমাদের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ আরশাদ উল-আলম স্যারকে সুনামগঞ্জ সরকারী কলেজে বদলি করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তাকে ষরযন্ত্র মূলক ভাবে বদলি করা হয়েছে স্যারের বদলির কারনে ১ম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সকল বর্ষের শিক্ষা জীবন ব্যাহত হবে। স্যারের তত্তাবাদনে অনেক গবেষণা ধর্মী প্রজেক্ট চলমান যা বাঁধাগ্রস্ত হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। এমতাবস্থায় আমরা এরকম ষরযন্ত্র মূলক ভাবে বদলি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের নিকট আকুল আবেদন জানাচ্ছি।
উল্লেখ্য যে, স্যারকে যে কলেজে বদলী করা হয়েছে সেখানে প্রানীবিদ্যার স্নাতক কার্যক্রম না থাকায় ষরযন্ত্র মূলক এ বদলীর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।