নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গঠিত সহিংসতার জেরে গুলিতে এক যুবক নিহত হয়েছে। ওই যুবকের নাম মোঃআলাউদ্দিন। নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে আমবাগান ইউসেপ টেকনিক্যাল স্কুল কেন্দ্রে সংঘর্ষে খুন হন তিনি।
বুধবার ( ২৭ জানুয়ারি) ১০ টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত আলাঊদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমান কর্মী ছিলেন । আধিপত্য বিস্তারের জের ধরে লাগা সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে নিহত হন মোঃআলাউদ্দিন। এই হত্যার জন্য সেই ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ওয়াসিম চৌধরীর অনুসারীদের দায়ী করে হচ্ছে।