চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার এবং জিপিএ-৫ উভয় ক্ষেত্রে ছাত্রদের তুলনায় এগিয়ে গেছে ছাত্রীরা। এবার বোর্ডে ছাত্র পাশের হার যেখানে ৯০.১৪ শতাংশ সেখানে ছাত্রী পাশের হার ৯১.৯৯ শতাংশ। ছাত্রদের তুলনায় এ হার ১.৮৫ শতাংশ বেশী। অন্যদিকে বোর্ডে এবার মোট ১২ হাজার ৭৯১ জন জিপিএ-৫ এর মধ্যে ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৩৮২ জন এবং ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪০৯ জন। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর পরই শিক্ষার্থীরা আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে আসেন তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। এসময় উচ্ছ্বাস-আনন্দ-কোলাহলে ভরে উঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে এবার রেজাল্ট ভাল হওয়ায় প্রত্যাশিত কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১০৭৬ টি প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছেন ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। এবার বোর্ডে মোট পাশের হার ৯১.১২ শতাংশ।