চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ৭’শ ২০ জন। বেলা ১২ টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ। ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় ২’শ ৬৭টি কলেজ থেকে পরীক্ষাায় অংশ নিয়েছিল ১ লাখ ২১ হাজার ৮’শ ৮৮ জন। তার মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ১’শ ২ জন।