দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ভেতরেই চারটি পিসিআর ল্যাব চালু করা হলো।এর নামকরন করা হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর পিসিআর ল্যাব। এ ল্যাবের যাত্রার ফলে সংযুক্ত আরব আমিরাতসহ বিদেশ গামী যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষা করে ৬ ঘন্টার মধ্যে ফলাফল পেয়ে যে কোন বিমানে বিদেশ যেতে পারবে।দুপুরে এ উপলক্ষে নাগরিক আন্দোলনের উপদেষ্টা খোরশেদ আলম সুজন প্রবাসীদের ফুলেল শুভেচ্ছা জানান ও মিষ্টি মুখ কান। এসময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ডিরেক্টর উইং কমান্ডার ফরহাদ হোসেন খান সহ বিমানবন্দরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আজ প্রথম দিন এয়ার এরিবিয়ার সারজাগামী ৭১যাত্রীকে করোনা টেষ্ট করা হয়। প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের নিবন্ধিত কর্মীরা কার্ড দেখালে টাকা ছাড়াই এ টেষ্ট করতে পারছে। এ ছাড়া অন্যরা নির্ধারিত কাউন্টারে ১৬০০ টাকা নগদ জমা দিয়ে এ টেষ্ট করতে হচ্ছে।