চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে চলাচলরত আন্তঃনগর বিজয় এক্সপ্রেস
ট্রেনের প্রতিস্থাপিত নতুন চায়না কোচের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে
চট্টগ্রাম রেলস্টেশনে এর উদ্বোধন করেন রেল পথ মন্ত্রনালয় সম্পর্কিত
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করীম চৌধুরী। এতদিন পুরাতন কোচ
নিয়ে চলাচল করলেও নতুন সংযোজনে শীতাতপ নিয়ন্ত্রিত কোচও যোগ করা হয়েছে।
এসি কোচের সংযোজনের ফলে এটিই এই রুটে প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন। ১৪
টি কোচের মধ্যে পাঁচটি এসি কোচ রাখা হয়েছে। ট্রেনটি প্রতিদিন সকাল নয়টায়
চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে যাবে এবং ময়মনসিংহ থেকে একইভাবে
চট্টগ্রামের উদ্দেশ্যে রাত সাড়ে আটটায় ছেড়ে আসবে।
ট্রেনটিতে যাত্রীদের জন্য মোট আসন রাখা হয়েছে ৬৪৭ টি। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপকসহ রেলের উর্ধতন
কর্মকর্তারা