মঙ্গলবার সকালে মেডিকেলের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত ড্রেন পরিষ্কার করতে গেলে ড্রেনে পলিথিনে মোড়ানো বস্তু দেখতে পায়। পরে তারা পলিথিন খুলে দুই নবজাতকের লাশ উদ্ধার করে। পরে স্থানীয় লোকজনের কথায় নবজাতক দুটির লাশ মেডিকেল সংলগ্ন পাহাড়ে দাফন করে ফেলে । চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির জানান, সকালে সংবাদটি পেয়ে তারা পুলিশকে জানিয়েছেন। কিভাবে নবজাতক দুটির লাশ ড্রেনে এলো, কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।