ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে চবি’র বিভিন্ন পর্ষদের উর্ধতন ব্যক্তিবর্গ ও হাটহাজারী উপজেলা প্রশাসনের সাথে চবি প্রশাসনের অভ্যন্তরীন আইন শৃংখলা নিয়ন্ত্রণ বিষয়ে এক মতবিনিময় সভা ২ মে ২০২৩ বিকাল ৩:০০ টায় চবি প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটি বিশাল আয়োজন। বরাবরের মতো এ ভর্তি পরীক্ষাসমূহ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে চবি প্রশাসন অঙ্গীকারাবদ্ধ। তাই আসন্ন ভর্তি পরীক্ষা সুচারুরূপে সম্পন্ন করতে মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, স্থানীয় প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভার শুরুতে আসন্ন ভর্তি পরীক্ষার বিস্তারিত কর্ম পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন চবি ভর্তি কমিটির সচিব ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) জনাব এস এম আকবর হোছাইন।
সভায় চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ ও ওয়ার্ডেন, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, আইসিটি সেলের পরিচালক, সমন্বয় কর্মকর্তা বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপ কমিটির সম্পাদক, প্রশাসক (চবি পরিবহন দপ্তর ও এস্টেট শাখা), প্রধান প্রকৌশলী, চীফ মেডিকেল অফিসার, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক, ডেপুটি রেজিস্ট্রার (তথ্য), নিরাপত্তা কর্মকর্তা, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সহকারী কমিশনার হাটহাজারী (ভূমি), হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (চবি পুলিশ ফাঁড়ি) ও সিনিয়র স্টেশন অফিসার ফায়ার সার্ভিস (হাটহাজারী) সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত সকলে ঢাবি ও চবির আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সুসম্পন্ন করতে তাঁদের বিজ্ঞ মতামত ও পরামর্শ প্রদান করেন এবং এ বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাঁদের সর্বোচ্চ সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।