আজকে ক ইউনিটের পরীক্ষায় চট্টগ্রাম বিভাগের ১১ হাজার ১৪৬ জন পরীক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করে। নিজ বিভাগে ঢাবির পরীক্ষা দিতে পেরে অর্থ অপচয় রোধ ও ভোগান্তি কমেছে বলে দাবি করেছেন পরীক্ষার্থী এবং তাদের অভিবাবকদের। আর করোনাকালের এই আয়োজনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে অভিজ্ঞতা অর্জন হিসাবে দেখছেনৃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শিরীন আকতার। সকাল সাড়ে ১১টায় বিজ্ঞান অনুষদে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের কোন খবর পাওয়া যায়নি। জালিয়াতি ঠেকাতেও তৎপর রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে নগরীর বটতলি স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যায় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। এছাড়া আগত ভর্তিচ্ছু ছাত্রী ও মহিলা অভিভাবকদের বিশ্রামের জন্য বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রী হল সকাল সাড়ে ৬টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা রাখা হয়। আগামীকাল খ ইউনিটের পরীক্ষায় চট্টগ্রাম থেকে সাড়ে তিন হাজার পরীক্ষার্থী অংশ নিবে।