প্রক্রিয়াগত সমস্যা ও মামলার কার্যক্রমের ধীরগতির কারণে অর্পিত সম্পত্তি বিষয়ক জটিলতা নিরসন হচ্ছে না। বরং বছরের পর বছর এসব মামলা চালাতে গিয়ে ভুক্তভোগীরা সর্বস্ব হারিয়ে নি:স্ব হয়ে পড়ছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম। রোববার চট্টগ্রাম প্রেসক্লাব শারদীয় দূর্গোৎসব উদযাপনের প্রাক্কালে এক সংবাদ সন্মেলনে পরিষদের নেতৃবৃন্দ এই অভিযোগ করেন।
পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল পালিত জানান, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইনে জটিলতা নেই বরং এই আইন অনুযায়ী মামলা নিরসন প্রক্রিয়ায় নানা ইচ্ছাকৃত সমস্যা তৈরি করা হচ্ছে। এই দু:সহ অবস্থা থেকে ভুক্তভোগীদের বাঁচাতে তাঁরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। কিন্তু একটি গোষ্ঠী এই সমস্যার সমাধান চায় না বলেও অভিযোগ করছেন তিনি। সংবাদ সন্মেলন দেশের সকল উপজেলায় একটি করে মডেল মন্দির, দূর্গাপূজার ৪ দিনের ছুটিসহ ৬ দফা দাবি জানানো হয়। পাশাপাশি পূজা মন্ডপে কোভিডকালীন সরকারি নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়েছে।
Leave a Reply