বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র চট্টগ্রাম পাহাড়তলীর উদ্যােগে “কৃত্রিম আলো প্রয়োগ করে মৌসুমে ড্রাগন ফল উৎপাদন প্রযুক্তি ” শীর্ষক কর্মশালা ও মাঠ দিবস আজ পাহাড়তলী গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের মহাপরিচালক ডঃ দেবাশীষ সরকার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায়মুল প্রবন্ধ উপস্হাপন করেন পাহাড়তলী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ এ এস এম হারুণর রশীদ। কর্মশালায় কৃষি গবেষণা ইনিস্টিটিউটের উর্ধতন কর্মকর্তা, চট্টগ্রাম ও ৩ পার্বত্য অঞলের কৃষি গবেষণা কেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষক, গণমাধ্যম ও বেসরকারী উন্নয়ন সংস্হার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশে প্রতি বছর বিদেশ থেকে কোটি কোটি টাকার ফল আমদানি করতে হয়। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয়। সরকার দেশে ফল উৎপাদন করে মানুষের পুষ্টির চাহিদা মেটাতে চায়। কৃষি গবেষণা কেন্দ্র ফলের নতুন নতুন জাত উদ্ভাবন করে সারাদেশে ব্যাপক ফলের উৎপাদন বৃদ্ধি করতে প্রকল্প গ্রহণ করেছে।কৃষি গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত ড্রাগন ফল প্রযুক্তি সারাবছর দেশে ড্রাগন ফল উৎপাদন করা যাবে।