কাতার ও ভারতে ২টি আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম নৌ ঘাঁটি ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘প্রত্যাশা’ । সামরিক এ জাহাজটি প্রথমে কাতারে অনুষ্ঠিতব্য সমুদ্র মহড়া ৭ ম দোহা আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশ নেবে। ফিরতি পথে অংশ নিবে গোয়ায় অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামে। এর মাধ্যমে পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বন্ধু প্রতীম দেশগুলো সঙ্গে যৌথভাবে যুদ্ধ পরিচালনার দক্ষতা অর্জনে অভিজ্ঞতা হবে বলে অভিমত সংশ্লিষ্টদের।
বানৌজা প্রত্যাশা। বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম অত্যাধুনিক যুদ্ধজাহাজ। যার রয়েছে সমুদ্রপৃষ্ঠে থাকা হুমকি মোকাবেলায় ক্ষেপণাস্ত্র। সক্ষমতা রয়েছে আকাশ প্রতিরক্ষায় বিমান বিধ্বংসী সমরাস্ত্রও। বহুমাত্রিক এ যুদ্ধ জাহাজটি ২টি আন্তর্জাতিক মহড়ায় অংশ নিতে শনিবার চট্টগ্রাম ঈসাখাঁ নৌ ঘাঁটি ছেড়ে যায়।
জেটি ত্যাগের আগে নৌবাহিনীর সামরিক রীতি অনুযায়ী সুসজ্জিত একটি বাদকদল বাদ্য পরিবেশন করে। এ সময় নৌ প্রধান এডমিরাল এম শাহীন ইকবালসহ বাহিনীর উধ্বতন কর্মকতারা জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। একমাসের বেশি সফররত অবস্থায় প্রত্যাশা ২১ হতে ২৩ মার্চ ২০২২ কাতারে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সমুদ্র মহড়া এবং ২৮ হতে ৩০ মার্চ ভারতীয় জলসীমানায় সিম্পোজিয়ামে অংশ নেবে। এছাড়া ভারত ও শ্রীলঙ্কার তিনটি বন্দরে শুভেচ্ছা সফর করবে নৌ যুদ্ধ জাহাজ প্রত্যাশা। অধিনায়ক কমান্ডার মোহাম্মদ গোলাম কিবরিয়ারের নেতৃত্বে ২৫ জন কর্মকর্তাসহ মোট ১৩৫ জন নৌসদস্য এ মহড়ায় অংশগ্রহণ করছে।
মহড়ায় অংশগ্রহণ শেষে জাহাজটি আগামী ৭ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।