যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম নৌঅঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে চট্টগ্রাম নৌঅঞ্চলের মসজিদসমূহে বাদ ফজর দেশ ও জাতীর কল্যাণ এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতির জন্য এবং স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি তাৎপর্য তুলে ধরে উক্ত নৌ অঞ্চলে সকল ঘাঁটি ও জাহাজসমূহে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া নৌ বাহিনী স্কুল ও কলেজ সমুহে দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়া বেলা ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা প্রত্যাশা সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় নৌবাহিনীর জাহাজসমূহ পরিদর্শনের জন্য উলেখযোগ্য সংখ্যক জনসমাগম হয়। দর্শনার্থীরা খুশী ও সন্তোষ প্রকাশ করে জাহাজ পরিদর্শন করতে পেরে