সকাল থেকে থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের কারনে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাড়ির আঙিনা ও সামনের রাস্তা ও আশপাশের এলাকায় পানিতে তলিয়ে গেছে। কয়েক দিনের ভারি বর্ষণের পর নগরীতে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে সকাল থেকে বৃষ্টি কম হলেও জোয়ারের পানি ও নালানর্দমায় পরিসস্কার না থাকার কারনে মেয়রের বাড়ির উঠান ও সামনের রাস্তায় হাঁটুপানি জমে যায় । পরিবারসহ তিনি দোতলা ভবনে থাকেন। তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার জলাবদ্ধতায় তার বাড়ির উঠান ও সামনের রাস্তা তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের দুর্ভোগের শিকার নগরবাসী তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও সেবা সংস্থাগুলোর সমন্বয় ও গাফেলতির কারণে জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছেনা নগরবাসী। তাই প্রতিবছর
বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পরতে হয় নগরবাসীকে।