এ
কারণে ফ্লাইওভারের উপরের অংশ দিয়ে কালুরঘাটমুখী সবধরনের যান চলাচল বন্ধ
করে দেওয়া হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে চলাচল বন্ধ করে দেওয়া হয়
।এদিকে মঙ্গলবার সকালে ফ্লাইওভার পরিদর্শনে যান সিটি মেয়র রেজাউল করিম
চেৌধুরী।মেয়র বলেন, নির্মাণে ত্রুটি থাকার কারণে ফাটলের সৃষ্টি হয়েছে।
ফ্লাইওভারের নির্মাণ কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।তাই
আজকেই সিডিএকে চিঠি দিয়ে পিলারে ফাটলের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার
জন্য জানানো হবে জানান তিনি। তবে এই বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন
কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি। ২০১৩ সালে চট্টগ্রামের প্রথম
বহদ্দারহাট ফ্লাইওভারের উদ্বোধন করা হয়। প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে এক
দশমিক চার কিলোমিটার দৈর্ঘ্য ও ১৪ মিটার প্রস্থ এই ফ্লাইওভারটি নির্মাণ
করা হয়। চার লেন বিশিষ্ট ফ্লাইওভারটির নাম রাখা হয় এম এ মান্নান
ফ্লাইওভার। এরপর ৩০ কোটি টাকা ব্যয়ে ৩০০ মিটারের কালুরঘাটমুখী একটি
র্যাম্প যুক্ত হয় ফ্লাইওভারে। এর আগে ২০১২ সালের ২৪ নভেম্বর এই
ফ্লাইওভারটির গার্ডার ধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়।