চট্টগ্রাম নগরীতে মশক নিধনে ব্যর্থতার জন্য জনসাধারনের অসচেতনতা, ব্যবহৃত ঔষধ যন্ত্রপাতির কার্যকারিতা ও জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চলমান প্রকল্পের কারনে সাময়িক অসুবিধাকে দায়ি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কেবি আব্দুচ সাত্তার মিলনায়তনে মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর গৃহিত একশ দিনের ক্রাশ প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে একথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, গৃহস্থলিতে ব্যবহৃত বর্জ্য ও পলিথিন শহর ও কর্ণফুলী নদীর জন্য বড় হুমকি তা রোধে সবাইকে সচেতন হতে হবে। শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করতে সবার সহযোগিতাও কামনা করেন তিনি। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্যানেল মেয়র, কাউন্সিলর ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন