চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রেলওয়ে পলোগ্রাউন্ড এলাকা থেকে দেশী অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর এ তথ্য নিশ্চিত করেছেন সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক আলমগীর মাহমুদ।
আটককৃতরা হলেন, মো. শাহ আলম প্রকাশ আলম (৪২), মো. সোহেল প্রকাশ জুয়েল প্রকাশ মামা জুয়েল (২৩), আল আমিন প্রকাশ আমিন সুমন (২৪), মো. শহিদুল আলম সানি (৩১), ছেলে শফিকুল ইসলাম (২০),মো. সুজন প্রকাশ হানিফ (২১)।
মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক আলমগীর মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে দেশী অস্ত্রসহ ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।