চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য সাউথ আফ্রিকা থেকে আমদানি করা বাঘ দম্পতির রাজ-পরীর মেয়ে শুভ্রার ঘরে এই সাদা বাঘ শাবকটি জন্ম নেয় গত ২৬ আগস্ট । তবে এই বাঘ শাবকের কথা জানাজানি হয় আজ। চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, ক্যাপটিভ ব্রিডিং-এ যে সমস্যা, অনেক সময় বাঘ তার বাচ্চাকে দুধ দিতে চায় না। সেক্ষেত্রে তাকে আলাদা করে দুধ দিয়ে বাঁচানো খুবই কঠিন কাজ। এর আগে বাঘ শাবক জো বাইডেনের জন্মের সময় আমাদের প্রথম অভিজ্ঞতা হয়। এই অভিজ্ঞতা আমাদের কাজে লাগছে এবং বাঘের যে অধিক মৃত্যুহার তা চট্টগ্রাম চিড়িয়াখানা কমাতে পারছে। তিনি জানান, দিনে ৬ বার ৭৫ মিলিমিটার করে ছাগলের দুধ দেওয়া হচ্ছে নতুন শাবকটিকে। ৬ মাস এটি কিউরেটরের তত্ত্বাবধানে থাকবে। এরপর খাঁচায় দেওয়া হবে শ্বেত বাঘ শাবকটিকে। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা হলো ১০ টি।
Attachments area