বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার উত্তর বাজার টেকনো ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক থেকে ৪৯৪ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাব।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে র্যাব।আটক দুইজন হলেন- ফেনী সদর থানার মৃত মো. বারেকের ছেলে আমান হোসেন (২৫) ও চট্টগ্রামের ভুজপুর থানার শফি আলমের ছেলে মো. মহসিন (২০)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, সীতাকুণ্ড থানার উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৯৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, তারা দীর্ঘ দিন কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।