চট্টগাম সীতাকুণ্ডের ফৌজদার হাট ফরেস্ট চেক স্টেশনে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ বোঝাই একটি বাস আটক করা হয়েছে ।
বৃহস্পতিবার (১১ মার্চ) ভোরে ফৌজদারহাট চেক স্টেশন কর্মকর্তা শাহানশাহ নওশাদের নেতৃত্বে অভিযানে এই কাঠ আটক করা হয়।
শাহানশাহ নওশাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের টহল দল যাত্রীবিহীন বাস (ঢাকা মেট্রো ব-১১-১৯৭৩) আটক করে। পরে বাসের ভিতরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামার চিড়াই কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
অবৈধ কাঠসহ বাসটি এখন ফৌজদারহাট চেক স্টেশন হেফাজতে। এ ব্যাপারে বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।