চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পশ্চিম বিভাগের উদ্যোগে করোনা পরিস্থিতিতে গরিব ও দুস্থ মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
রোববার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে হালিশহর থানার দুলহান কমিউনিটি সেন্টারে সিএমপি পশ্চিম বিভাগের ২৪টি বিট এলাকায় খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।
এ সময় উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ আব্দুর রউফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিটি পরিবারকে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ লিটার ভোজ্যতেল ও ১ কেজি অন্যান্য খাদ্যসামগ্রীসহ মোট ১২ কেজি খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে। ২৪টি বিট এলাকায় ১০ হাজার দরিদ্র পরিবারের বাসায় পৌঁছে দেওয়া হবে এসব সহায়তা।