চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকায় স্বামী সঙ্গে অভিমান করে স্ত্রী রোকসানা বেগম (৪৫) এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৪ মে) রাত ৮টায় এ ঘটনা ঘটে।রোকসানা একই এলাকার মো. বাবুর স্ত্রী। তিনি বাবুর দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
মৃতের ভাই রফিকের স্ত্রী হাসিনা আক্তার বলেন, স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় রোকসানার। এরই জের ধরে অভিমান করে রাতে সবার অজান্তে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসনাত মিশু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর নিথর দেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালটির মর্গে রাখা আছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।