চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় স্ত্রীকে হত্যার অভিযোগে রফিকুল ইসলামকে ৫০ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ৮ জুলাই থানার ১৪ নম্বর গ্যারেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মর্জিনা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। সন্দেহ হলে একইদিন বিকেলে নিহতের স্বামী ও সিএনজিচালিত অটোরিকশা চালক রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে রফিক।বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্ত্রী হত্যার দায়ে রফিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে তাকে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে আসামি রফিককে আদালতে প্রেরণ করা হবে।’
Leave a Reply