চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় নির্মাণাধীন ভবনের অষ্টমতলা থেকে পড়ে মো. সারোয়ার (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে থানার হিলভিউ আনাসিকের ডা. নেজামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।মো. সারোয়ারের গ্রামের বাড়ি বাঁশখালী থানার পশ্চিম চাম্বল এলাকায় এবং তার বাবার নাম মৃত খোরশেদ আলম।বিষয়টি নিশ্চিত করেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।তিনি বলেন, ‘দুপুরে পাঁচলাইশ থানা এলাকা থেকে আহত এক নির্মাণশ্রমিককে হাসপাতালে আনে সহকর্মীরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’