টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের উদ্যোগে সকালে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, কেএসআরএম এর জিএম সৈয়দ নজরুল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো.আলী, সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ অন্যরা। উদ্বোধনী খেলায় বৈশাখী টিভি ১-০ গোলে চ্যানেলকে পরাজিত করে। চ্যানেল ২৪ ও মাছরাঙ্গা টিভির মধ্যকার খেলা গোলশূন্যতে ড্র হয়। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বার্চিত হন বিপ্লব পার্থ।
Leave a Reply