আয়াত হত্যাকারী আবীর আলীর বাবা আজহারুল ইসলাম, মা আলো বেগম ও বোনকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। আসামীদের আজ দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট
ওয়ালীউল্লাহ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানী শেষে প্রত্যেকের তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। গত ১৫ নভেম্বর নগরীর ইপিজেড এলাকা থেকে আয়াতকে অপহরণ করে
আবির। মক্তিপণ আদায়ের লক্ষ্যে নিয়ে যাবার পর মেয়েটির কান্নাকাটি থামাতে গলা টিপে হত্যা করে আবির। তারপর লাশটি সাগরে ফেলে দেয়ার কথা
স্বীকার করলেও এখনো তা পাওয়া যায়নি।
Leave a Reply