চট্টগ্রামে র্যাব সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের হাতের কব্জি কেটে নেয়ার ঘটনার প্রধান আসামী কবির আহমদ। রাতে লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া এলাকায় সংঘটিত এ বন্দুকযুদ্ধে এক র্যাব সদস্যও গুলিবিদ্ধ হবার কথা জানিয়েছে র্যাব। বন্দুকযুদ্ধের পর কবির আহমদকে একসহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শ্যুটারগান, ৩ রাউন্ড গুলি ও ১৮০টি ইয়াবা।
অভিযান নিয়ে বেলা ১১টায় র্যাব ৭ এর চান্দগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে র্যাবর গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, পুলিশ সদস্যের কব্জি কেটে নেয়ার পর বান্দরবানের দুর্গম পাহাড়ে সহযোগী কফিলসহ লুকিয়ে ছিলেন কবির। পরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আবার লোহাগাড়ায় ফিরে পাহাড়ি এলাকায় অবস্থান নেয়। খবর পেয়ে র্যাব অভিযান চালালে কবির ও তার সহযোগী কফিলের গুলিতে আকরাম নামে এক র্যাব সদস্য গুলিবিদ্ধ হন। পরে র্যাবও পাল্টা গুলি চালালে কবির গুলিবিদ্ধ হয়। এসময় তাকে তার সহযোগী কফিলসহ গ্রেফতার করে র্যাব। আহত কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। র্যাব জানায়, কবিরও কফিল দু’জনই দুর্ধর্ষ সন্ত্রাসী। তাদের দু’জনের বিরুদ্ধে অন্তত ৬টি করে মামলা রয়েছে। কফিল দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা আনার ব্যবসায় জড়িত। তাদের দু’জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে তিনটি মামলা দায়ের হবে। গেল ১৫ মেলোহাগাড়ার পদুয়ায় জমি সংক্রান্ত মামলার আসামী ধরতে গেলে কবিরের দায়ের কোপে বিচ্ছিন্ন হয় পুলিশ সদস্য জনি খানের।জনি খান বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।