চট্টগ্রামে সাংবাদিক পরিচয় দিয়ে একটি রেস্টুরেন্টে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মো. ইমরান (২৯) নামে এক যুবক।শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, আগ্রাবাদ বাদামতলী মোড়ের একটি রেস্টুরেন্টে গিয়ে ইমরান সাংবাদিক পরিচয়ে খাবার খেতে চান। কিন্তু রেস্টুরেন্টটিতে তখন কিছু মেরামতের কাজ চলছিল। রেস্টুরেন্টের মালিক খাবার নেই বলতেই হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন ইমরান এবং লাইভে গিয়ে হোটেল মালিকের ‘১২টা বাজানো’র হুমকি দেন। একই সঙ্গে নগদ টাকাও দাবি করেন। এদিকে হোটেলের মালিক তাকে টাকা দেয়ার আশ্বাস দিয়ে বিষয়টি কৌশলে পুলিশকে জানায়। পুলিশ এসে ইমরানকে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেফতার করে।ইমরানকে গ্রেফতারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তিনি নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করলেও নিজেকে বড় সাংবাদিক বলে পরিচয় দেন। তার কাছ থেকে সাংবাদিকতার দুটি ভুয়া পরিচয়পত্র এবং একটি প্রেস লেখা মোটরসাইকেল জব্দ করা হয়।পুলিশ আরও জানায়, ইমরানের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। তার পুরো পরিবারই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ইমরানের বাবার বিরুদ্ধে দুটি ও মায়ের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। মাদক ব্যবসায় ‘সুবিধা নিতে’ ইমরান ‘সাংবাদিক’ পরিচয়ে চলাফেরা করেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘থানার আগ্রাবাদ এলাকার একটি হোটেলে চাঁদাবাজির সময় এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী হোটেল মালিক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
Leave a Reply