চট্টগ্রামে বেশি দামে তেল বিক্রির অভিযোগে কর্ণফুলী বাজারের দুই প্রতিষ্ঠানকে ২
লাখ দশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার দুপুরে নগরীর কর্ণফুলী বাজারের রশীদ স্টোর ও মজুমদার স্টোরের গুদামে
অভিযান চালিয়ে দুই হাজার লিটার তেল জব্দ করা হয়। এসময় মজুমদার স্টোরের গুদাম
সিলগালা করে দেয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযান শেষে জব্দকৃত দুই হাজার
লিটার ভোজ্যতেল ন্যায্য দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।