এই ঘটনায় ওই নারীর স্বামী সঞ্জীবন দাশের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। নিহতের ভাই জানান, তার ছোট বোন অঞ্জলী দাশ ও চট্টগ্রাম বন্দরের কর্মচারী সঞ্জীবন দাশ একে অপরকে পছন্দ করে চলতি বছরের এপ্রিল মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিভিন্ন সময় তার বোনের উপর নির্যাতন চালিয়ে আসছিল স্বামী। কিন্তু গত ১৮ আগস্ট রাতে শ্বাসরোধ করার চেষ্টা করা হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য তাকে প্রথমে নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করা হলেও পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ দুই মাস আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মৃত্যুবরণ করেন তিনি। পরকিয়ার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে দাবি নিহতের পরিবারের। তবে নিহতের স্বামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।