চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনের সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টার ঘটনায় বিএনপির শীর্ষ কয়েকজন নেতাসহ ৭৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা, কর্তব্যরত কাজে বাধাদান এবং পুলিশের সম্পদ বিনষ্টের অভিযোগে এ মামলা দায়ের হয়েছে বলে জানান, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দীন। মামলায় নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৭৫ জন ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক ৪৯ জনকে নেতা কর্মীকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
গতকাল বিকেলে কেন্দ্রঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নগর ও দক্ষিণ জেলা বিএনপি। মানববন্ধন কর্মসূচি চলাকালে সড়ক বন্ধ করে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।