চট্টগ্রামের বোয়ালখালী ও মিরসরাইয়ে বজ্রপাতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন আরও একজন। এ নিয়ে আজ জেলায় বজ্রপাতে মোট ৪ জনের প্রাণহানি হয়েছে।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম ঢাকা পোস্টকে বলেন, উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড়ের গরজংগিয়া এলাকায় লেবু বাগানে কাজ করছিলেন জাহাঙ্গীর (৩৭)। এ সময় বজ্রপাতে তিনি গুরতর আহত হন। পরে স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে দুপুরের দিকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর স্থানীয় মোস্তফা কামালের ছেলে।
এদিকে জেলার মিরসরাইয়ে বজ্রপাতে সাজ্জাদ হোসেন তারেক নামে আরেকজন মারা গেছেন। এ সময় তার বাবাও গুরতর আহত হন। উপজেলার সাহেরখীল ইউনিয়নের পূর্ব ডোমখালীতে এ ঘটনা ঘটে।
মিরসরাই থানার ডিউটি অফিসার বলেন, সাজ্জাদ ও তার বাবা বৃষ্টির সময় জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে সাজ্জাদ হোসেন তারেক ঘটনাস্থলে মারা যায়। আহত অবস্থায় পিতা জুনায়েদ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন ভানুমিত দাশ (৫০) ও লাকি রানী দাশ (৩৩)।