চট্টগ্রামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্য্যালয়ে খতমে কোরআন, মিলাদ , দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন,সহ সভাপতি খোরশেদ আলম সুজন সহ আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন বাঙালীর অবিসংবাদিত নেতার স্ত্রী, কখনও প্রধানমন্ত্রীর স্ত্রী, কখনও রাষ্ট্রপতির স্ত্রী- জীবনের সকল পর্যায়েই তিনি নিঃস্বার্থভাবে জীবন ও যৌবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্কটের সঙ্গী হয়ে, জীবনের চালিকাশক্তি হয়ে। আত্মকেন্দ্রিকতা বা আত্মসর্বস্বতা কখনও স্পর্শ করতে পারেনি এই নির্লোভ মহীয়সী নারীকে। প্রচারবিমুখ এই মহীয়সী নারী কাজ করে গেছেন নীরবে-নিভৃতে। হাসিমুখে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা সহ্য করে অভূতপূর্ব ধৈর্যের পরিচয় দিয়েছেন ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী এই মহীয়সী নারী। তিনি আর কেউ নন। তিনি হচ্ছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।